৬ দফা দাবিতে সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

৬ দফা দাবিতে তিন ঘন্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলার সকল স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে সিভিল সার্জন অফিসের সামনে এই কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা কমিটি।
এসময় বক্তারা জানন, স্বাস্থ্য সহকারীর মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি অশোক কুমার দাস, উপদেষ্টা ফরিদুল ইসলাম সুহেল প্রমুখ।