ময়মনসিংহে বৃদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী (২২) তরুণীকে ধর্ষণ মামলায় মো. আ. ছালাম দুলাল (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তার মো. আ. ছালাম দুলাল উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আ. ছাত্তার মাস্টারের ছেলে।
সোমবার (২৬ মে) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রবিবার (২৫ মে) সন্ধ্যার পর র্যাব-১ ও র্যাব-১৪'র যৌথ অভিযানে ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মো. আ. ছালাম দুলালকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৫ মে দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার মো. আ. ছালাম দুলালের বিভিন্ন প্রজাতির গাছের বাগানে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী লাকড়ি কুড়াতে যায়। এসময় আসামী মো. আ. ছালাম দুলাল ভিক্টিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার ভিক্টিমের ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে মো. আ. সালামকে গ্রেপ্তার করে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪'র কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।