বিমান বিধ্বস্তে নিহত হুমাইরার দাফন টাঙ্গাইলে সম্পূর্ণ

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মেহেনাজ আফরিন হুমাইরার দাফন সম্পূর্ণ করা হয়েছে। আজ সকাল (মঙ্গলবার,২২ জুলাই) ৯টার দিকে নিজ বাড়ি টাঙ্গাইলের সখিপুরের হতেয়া কেরানীপাড়া এলাকায় কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাযা শেষে হতেয়া কেরানীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
হুমায়রা এই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। হুমায়রা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক।
হুমাইরার মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। জনবহুল এলাকা থেকে প্রশিক্ষন এড়িয়া সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের।
জানাযায় এলাকাবাসী ছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।