ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক!

এশিয়া কাপ ও চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে হাত না মিলানোর বিষয়টি আবারো উস্কে দিয়েছে বিতর্ক। আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) থেকে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারে সিরিজ খেলতে নামছে ভারত। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে ‘নো হ্যান্ডশেক’ ইস্যু চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এর কারণ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে তৈরি একটি বিদ্রুপাত্মক ভিডিও, যা অস্ট্রেলিয়ার স্থানীয় চ্যানেল কায়ো স্পোর্টসে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, ক্রিকেটাররা ভারতীয় দলের সঙ্গে হ্যান্ডশেক না করার বিভিন্ন উপায় নিয়ে কৌতুক করছেন। ভিডিও প্রকাশের পর ভারতীয় ভক্তদের ক্ষোভের মুখে কায়ো স্পোর্টস তা সরিয়ে নেয়।
এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাসও এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। চলতি এশিয়া কাপ ও নারী বিশ্বকাপে ভারত সবসময় জয়ী হয়েছে এবং অনেক ক্রিকেটার ‘নো হ্যান্ডশেক’ রীতি মেনে চলেছেন। বিশেষ করে নারী দলের খেলোয়াড়রা এ বিষয়টি কঠোরভাবে পালন করছেন।