ব্রাজিলের ফুটবল-আকাশে নতুন তারা: ১৩ বছরেই নেইমারের পথে হাঁটছে কাউয়ান বাসিলে!

মাত্র ১৩ বছর বয়সেই ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলের বিস্ময় কিশোর কাউয়ান বাসিলে। ফুটবলের বিখ্যাত ক্লাব সান্তোসে বেড়ে ওঠা এই তরুণের পরিচয় শুধু তার প্রতিভায় নয়—তিনি সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার আন্দ্রেজিনহোর ছেলে। তার পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন, এই ছেলেই হতে পারেন ব্রাজিলের পরবর্তী নেইমার।
২০১৯ সালে মাত্র ৮ বছর বয়সে প্রথমবার ফুটবলবিশ্বের নজর কাড়েন বাসিলে। তখনই তার সঙ্গে চুক্তি করে ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। এত কম বয়সে নাইকির সঙ্গে চুক্তি করে তিনি গড়েন এক নতুন রেকর্ড। তুলনামূলকভাবে, নেইমার এই চুক্তি করেন ১৩ বছর বয়সে, আর মেসি ১৫ বছর বয়সে।
বাসিলের ড্রিবলিং, পাসিং ও গোল করার দক্ষতা এতটাই নিখুঁত যে, তাকে নিয়ে ইতোমধ্যেই ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। বিশেষ করে, গত বছর মাত্র ১২ বছর বয়সে সান্তোস অনূর্ধ্ব-১৬ দলকে আন্তর্জাতিক এক টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দেওয়া ছিল তার ক্যারিয়ারের এক বড় মাইলফলক।
বর্তমানে ১৩ বছর বয়সী এই ফুটবল প্রতিভা সান্তোস অনূর্ধ্ব-১৮ দলে জায়গা পেতে প্রস্তুত। দুই দিন আগেই তিনি ক্লাবটির সঙ্গে ইমেজ স্বত্বের চুক্তি করেছেন, যা নিয়ে আবারও আলোচনার শীর্ষে বাসিলে। সান্তোসের ইতিহাসে এত অল্প বয়সে এই ধরনের চুক্তি এর আগে হয়েছিল শুধু নেইমারের সঙ্গেই।
সব কিছু ঠিক থাকলে, কাউয়ান বাসিলে কেবল সান্তোস নয়, পুরো ব্রাজিলের জন্য হতে পারেন ভবিষ্যতের বড় সম্পদ। এখন তার ফুটবল-ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়া।