মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা, সামনে এসএ গেমসও

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আগামী বছর মার্চে দেশের সর্ববৃহৎ ক্রীড়া আয়োজন বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা করেছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও পরিস্থিতির ওপর নির্ভর করে চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর জানান, “নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ গেমস মার্চে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে সামনে জাতীয় নির্বাচন রয়েছে। সেই নির্বাচন কবে হয় এবং পরিবেশ কেমন থাকে—তা বিবেচনায় নিয়ে গেমসের তারিখ চূড়ান্ত করা হবে।”
বাংলাদেশ গেমসের আগে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর সাউথ এশিয়ান (এসএ) গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। দ্বন্দ্বপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যেই আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের তিনটি শহরে অনুষ্ঠিত হবে ১৪তম এসএ গেমস।
সবশেষ এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে নেপালে। ২০২৩ সালে নতুন আসর আয়োজনের কথা থাকলেও বারবার পিছিয়ে অবশেষে ২০২৫ সালের জানুয়ারিতে তা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গেমস সামনে থাকলেও পাকিস্তান-ভারতের কূটনৈতিক টানাপোড়েনের কারণে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। তবে এসব জটিলতার মধ্যেও বাংলাদেশের ক্রীড়াবিদরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিভিন্ন ফেডারেশন ইতোমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে।
২০২৫ সাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে। জানুয়ারিতে এসএ গেমস ও মার্চে সম্ভাব্য বাংলাদেশ গেমস—এই দুটি বড় ক্রীড়া আয়োজনকে সামনে রেখে এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।