এক যুগ পর টটেনহ্যাম ছাড়ার ঘোষণা সন হিউং-মিনের

কোনো পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ ঘোষণা—এই গ্রীষ্মেই টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন সন হিউং-মিন। শনিবার (২ আগস্ট) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত জানান এই তারকা ফরোয়ার্ড।
৩৩ বছর বয়সী সন বলেন, “সংবাদ সম্মেলন শুরুর আগে আমি একটি কথা বলতে চাই—আমি এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও এই সিদ্ধান্তে আমাকে সহায়তা করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
টটেনহ্যামে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বলে উল্লেখ করেন সন। বলেন, “এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ কিছু স্মৃতি রয়েছে এখানে। কিন্তু নিজেকে নতুন করে চ্যালেঞ্জ করার সময় এসেছে। একটু পরিবর্তনের দরকার ছিল—১০ বছর অনেক দীর্ঘ সময়।”
সনের মতে, টটেনহ্যাম আসার সময় তিনি ছিলেন তরুণ; এখন একজন পরিপক্ব ও গর্বিত মানুষ হিসেবে বিদায় নিচ্ছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি টটেনহামের সব ভক্ত-সমর্থকদের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি, বিদায়ের এই সময়টাও সঠিক, এবং সবাই আমার সিদ্ধান্তকে সম্মান করবে।”
সনের এই ঘোষণায় প্রতিক্রিয়া দিয়েছেন ক্লাব কোচ টমাস ফ্র্যাঙ্ক। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি এই অসাধারণ মানুষ ও খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারলে খুশি হতাম। তিনি প্রতিটি দিক থেকে একজন সত্যিকারের টটেনহ্যাম কিংবদন্তি, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজন।”
সনের পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS)। সম্ভাব্য গন্তব্য হতে পারে লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব (LAFC), যেখানে তাঁর সতীর্থ হিসেবে থাকবেন না হলেও একই লিগে খেলছেন লিওনেল মেসির মতো কিংবদন্তি।
সনের টটেনহ্যাম যাত্রা: এক নজরে
যোগ দেন: ২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুজেন থেকে
ম্যাচ: ৪৫৪
গোল: ১৭৩
অ্যাসিস্ট: ১০১
অর্জন:
ইউরোপা লিগ
২০১৯ সালে বার্নলির বিপক্ষে পুসকাস অ্যাওয়ার্ডজয়ী গোল
২০২১-২২ মৌসুমে ২৩ গোল করে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয়
সন হিউং-মিন টটেনহ্যামের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে ৪৫০-এর বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। ক্লাবের ইতিহাসে নিজেকে কিংবদন্তির কাতারে তুলে নেওয়ার পর এবার নতুন দিগন্তে পা রাখতে চলেছেন দক্ষিণ কোরিয়ান এই সুপারস্টার।