“মিরপুরের উইকেট সন্তোষজনক নয়, প্রক্রিয়া বদলাতে হবে” — বিসিবি কর্মকর্তা ফাহিম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে পাকিস্তান দলের সাম্প্রতিক সমালোচনার পর অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কখনোই নিচু ও মন্থর উইকেট তৈরির জন্য গ্রাউন্ডস কমিটিকে কোনো নির্দেশনা দেয়নি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মিরপুরের উইকেট তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। শনিবার (২ আগস্ট) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সব মিলিয়ে মিরপুরের উইকেট সন্তোষজনক নয়। আমাদের সেটা মানতে হবে এবং এনিয়ে কাজ করে যেতে হবে। হয়তো পুরো মাটির ভিত সরিয়ে ফেলতে হবে, নয়তো পিচ তৈরির প্রক্রিয়া বদলাতে হবে।”
সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও প্রথম দুই ম্যাচে উইকেটের ধীর গতি ও নিচু বাউন্স নিয়ে শুরু হয় সমালোচনা। পাকিস্তানের অধিনায়ক ও কোচ উভয়ই উইকেটের মান নিয়ে সরব হন। যদিও তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত ভালো উইকেটে পাকিস্তান জয় পায়।
এই পরিপ্রেক্ষিতে বিসিবির বক্তব্য, তারা কোনোভাবেই কৃত্রিমভাবে প্রতিপক্ষকে সুবিধাবঞ্চিত করতে উইকেটের সঙ্গে ‘চাতুরী’ করেনি। ফাহিম বলেন, “আমি মনে করি না আমরা কখনও উইকেট নিচু ও মন্থর করার নির্দেশ দিয়েছি।”
মিরপুরের উইকেট নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। অতীতেও নিচু ও মন্থর উইকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলকে হারালেও, সেই জয়গুলো ছিল সমালোচিত। ফাহিম বলেন, “আমার মনে হয় এখানে স্পোর্টিং উইকেট তৈরির চেষ্টা ছিল, কিন্তু সেটা হয়নি। দায় প্রস্তুতকারীদের। বোর্ডের পক্ষ থেকে সবসময়ই ভালো উইকেট চাওয়া হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা দেখেছি, যখনই বাউন্সি বা ভালো উইকেট চেয়েছি, প্রায় সময় তা হয়নি। এর পেছনে কারণ হতে পারে এখানকার মাটির গঠন, আবহাওয়া, কিংবা অত্যধিক ম্যাচ খেলা।”
ফাহিম আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি, নিকট ভবিষ্যতে কিছু পরিবর্তন আসবে। তখন আমরা আরও ভালো মিরপুরের উইকেট দেখব।”