নারী ফুটবল দল আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে

আগের ম্যাচে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করা বাংলাদেশ দল, আজ শনিবার (৫ জুলাই) গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে। ইয়াঙ্গুনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।
ঋতুপর্ণার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে চূড়ান্তপর্ব নিশ্চিত করেও আনন্দে ভেসে যায়নি বাংলাদেশ নারী দল। ঋতুপর্ণা-আফঈদাদের চাওয়া, শেষ ম্যাচ জিতেই উদযাপন। ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে আজ শনিবার সন্ধ্যার সেই গ্রুপ সি'র ম্যাচ নিশ্চয়ই উৎসবের উপলক্ষ্য হবে।
আন্তর্জাতিক ফুটবলে আগে কখনো তুর্কমেনিস্তানের সঙ্গে না খেললেও ফিফা র্যাংকিং অনুযায়ী উদ্বেগের কিছু নেই। বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে র্যাংকিংয়ের ১৪১
নম্বরে অবস্থান তুর্কমেনিস্তানের। এখানে মিয়ানমারের কাছে ৮-০ গোলে হারে তারা। দ্বিতীয় ম্যাচে যদিও ৪৯ ধাপ ওপরে থাকা বাহরাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
তবে পিটার বাটলারের মেয়েরা তাদের লক্ষ্য থেকে সরেনি। ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও তিনে তিন করেই ফেরার লক্ষ্য তাদের।
সবশেষে আগামীকাল রোববার ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে ঢাকায় ফিরবে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস গড়া মেয়েরা।