আগস্টে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য আজ ঘোষণা করা হবে

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের (LPG) নতুন মূল্য আজ (৩ আগস্ট) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রবিবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ নতুন দাম প্রকাশ করবে।
গত ২ জুলাই ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সাথে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে মূসকসহ ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
স্মরণযোগ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট চারবার কমেছে এবং সাতবার বৃদ্ধি পেয়েছে। এ দফায় দাম অপরিবর্তিত ছিল। গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়। দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।