ফর্মে ফেরার ইঙ্গিত, বিকল্প ওপেনার হিসেবেই আবারও আলোচনায় সৌম্য সরকার

সাম্প্রতিক সময় পর্যন্ত জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। তবে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েন হঠাৎ করেই। তার পরিবর্তে নেওয়া হয় নাঈম শেখকে, যিনি পারফরম্যান্সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই প্রেক্ষাপটে সৌম্যর দলে ফেরার সম্ভাবনা আবারও আলোচনায় এসেছে।
সৌম্যর সাম্প্রতিক পারফরম্যান্স তার হয়ে কথা বলছে। টি-টোয়েন্টিতে শেষ পাঁচ ইনিংসে দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস রয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ এড়াতে সাহায্য করেন। ওই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১৫৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি ৪৩ রানের ইনিংস আসে ৩২ বলে, যেটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ স্কোর এবং ম্যাচটি জয়ও নিশ্চিত হয়।
ওয়ানডে ফরম্যাটেও তার কিছু ভালো ইনিংস রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮ রানের ইনিংস ছিল চোখে পড়ার মতো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কিছু ছোট কিন্তু কার্যকর ইনিংসে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন।
দল থেকে বাদ পড়ার পর সৌম্য সময় নষ্ট না করে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন। সেখানেও দুটি গুরুত্বপূর্ণ ইনিংসে রান করেছেন— দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩৬ এবং গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৫।
অন্যদিকে, তার জায়গায় সুযোগ পাওয়া নাঈম শেখ তিন ইনিংসে করেছেন মাত্র ৪৫ রান, স্ট্রাইক রেট মাত্র ৮৪.৯০। তার ধীর গতির ব্যাটিং দলের ওপর চাপ বাড়িয়েছে।
সৌম্য সরকার হয়তো প্রতিটি ম্যাচে রান পাচ্ছেন না, কিন্তু যেদিন তিনি সফল হন, সেদিন ম্যাচের ফলাফলেও তার প্রভাব স্পষ্ট। এই কারণেই ওপেনার হিসেবে তাকে আবারও বিবেচনার দাবি জোরালো হচ্ছে।