ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ নারী দল, চোখ এবার বিশ্বকাপের দিকে

নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের বাছাই পর্বে বাহরাইনকে ৭-০ এবং স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে চূড়ান্ত পর্ব।
শনিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার হলেও, দলটি প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না।
গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, “দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো কিছু চোট সমস্যা আছে, তবে কোচ তাদের রিকভারির সময় দিয়েছেন। আমরা মেয়েদের বারবার বলছি, বাছাই শেষ হয়নি। ইনশাআল্লাহ শেষ ম্যাচে জয় নিয়ে আমরা উদযাপন করতে চাই।”
ক্যাপ্টেন আফঈদা খন্দকার প্রান্তি বললেন, “এই আনন্দ ভাষায় বোঝানো কঠিন। বাংলাদেশ নারী দল ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে—এটা আমাদের জন্য গর্বের। আমরা খুবই ফুরফুরে মেজাজে আছি, অনুশীলনও ভালো হয়েছে। শেষ ম্যাচেও ভালো কিছু উপহার দিতে চাই।”
বাংলাদেশের সামনে এখন আরও বড় লক্ষ্য—২০২৭ নারী বিশ্বকাপ। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে শীর্ষ ছয়ে থাকলেই মিলবে
বিশ্বকাপের টিকিট। সেই লক্ষ্যেই এগোতে চায় বাংলাদেশ।
আফঈদা বলেন, “দলকে আমি বিশ্বকাপ মঞ্চে দেখতে চাই। আমাদের সামনে সুযোগ আসছে, আমরা সেটাকে কাজে লাগাতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন আমরা আরও এগিয়ে যেতে পারি।”