লর্ডসে আর্চারের গতির ঝড়, রাহুল-পান্তের রেকর্ডে ভাসলো ভারতীয় ইনিংস

চার বছর পর টেস্টে ফিরেই লর্ডসে বল হাতে গতির ঝড় তুলেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। ভারতের বিপক্ষে চলমান টেস্টে নিজের টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে দ্রুতগতির ওভার উপহার দেন এই ৩০ বছর বয়সী ডানহাতি পেসার। সেই সঙ্গে ব্যাট হাতে ভারতীয় তারকা লোকেশ রাহুল ও ঋষভ পান্ত গড়েছেন একাধিক রেকর্ড। প্রথম ইনিংসে দুই দলই করেছে ৩৮৭ রান—যা টেস্ট ইতিহাসে মাত্র নবমবারের মতো দেখা গেল।
ভারতের ইনিংসের ৭৩তম ওভারটি ছিল জোফরা আর্চারের ক্যারিয়ারের সবচেয়ে গতিময়। ওই ওভারের ছয়টি ডেলিভারির গড় গতি ছিল ঘণ্টায় ১৪৮ কিলোমিটার। গতিগুলো ছিল—১৫০, ১৫০, ১৪৯, ১৪৬, ১৪৮ ও ১৪৮ কিমি। একই সঙ্গে ৭১তম ওভারেও তিনি ছুড়েছিলেন গতি-বোমা: ১৫০, ১৪৭, ১৪৭, ১৪৮, ১৪৯ ও ১৫০ কিমি। টেস্টে প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম ইনিংসে তিনি ২৩.২ ওভারে মাত্র ৫২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
দুই দলই প্রথম ইনিংসে ৩৮৭ রান করে। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে উভয় দলের সমান রান করার ঘটনা এবার নিয়ে মাত্র নয়বার ঘটল। সর্বশেষ হয়েছিল ২০১৫ সালে।
লোকেশ রাহুল খেলেন ১৭৭ বলে ১০০ রানের ইনিংস, যা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি।
এর মধ্যে ৯টিই বিদেশের মাটিতে। এটি যৌথভাবে সর্বোচ্চ। একই রেকর্ড রয়েছে কেন বেরিংটন ও মহিন্দর অমরনাথের।
ইংল্যান্ডে রাহুলের এটি ছিল ৪র্থ সেঞ্চুরি, যা সফরকারী ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। গ্রায়েম স্মিথের রয়েছে সর্বোচ্চ ৫টি।
লর্ডসে এটি রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, আগের কীর্তি আছে বিল ব্রাউন, গর্ডন গ্রিনিজ ও গ্রায়েম স্মিথের।
২০১৮ সালের পর ইংল্যান্ডে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি রাহুলের। একই সময়ে ইংল্যান্ডের বেন ডাকেট (৩), ররি বার্নস (২) ও জ্যাক ক্রাউলি (২) ইনিংস বেশি খেলেও এই কীর্তিতে পিছিয়ে।
লর্ডসে রাহুল-পান্ত মিলে ১১৫ রানের জুটি গড়েন। ইংল্যান্ডে এটি তাদের তৃতীয় শতরানের জুটি।
ওভাল (২০১৮) – ২০৪ রান
লিডস (চলমান সিরিজ) – ১৯৫ রান
লর্ডস – ১১৫ রান
এই জুটিতে ইংল্যান্ডে ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি ১০০+ রান এসেছে।
বিদেশের মাটিতে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ৮টি হাফসেঞ্চুরি করলেন পান্ত। ইংল্যান্ডেই মহেন্দ্র সিং ধোনিরও ছিল ৮টি, জন ওয়েট করেছিলেন ৭টি।
ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত পান্তের ছক্কার সংখ্যা ৩৫টি—যা তাদের বিপক্ষে কোনো ব্যাটারের সর্বোচ্চ। এর পরেই আছেন ভিভ রিচার্ডস (৩৪) ও টিম সাউদি (৩০)।
চলমান সিরিজে এখন পর্যন্ত ভারতীয় ব্যাটাররা মেরেছেন ৩৪টি ছক্কা, যা বিদেশের মাটিতে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড। এর আগের রেকর্ড ছিল:
ওয়েস্ট ইন্ডিজ (ভারতে, ৫ ম্যাচে) – ৩২ ছয়
নিউজিল্যান্ড (পাকিস্তানে, ৩ ম্যাচে) – ৩২ ছয়
উল্লেখযোগ্য পরিসংখ্যান:
আর্চার: ২৩.২–৫২–২ (ওভার–রান–উইকেট)
রাহুল: ১০০ (১৭৭ বলে)
পান্ত: উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ইংল্যান্ডে সর্বোচ্চ হাফসেঞ্চুরি (৮টি)
জুটি: রাহুল-পান্ত ৩ বার ১০০+ রান ইংল্যান্ডে (ভারতের পক্ষে সর্বোচ্চ)