"মুক্তিযুদ্ধকে অস্বীকারের প্রবণতা দেখা যাচ্ছে, এ বিষয়ে আপস নয়" — মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপস নেই।”
গত সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের আয়োজনে দলটির প্রয়াত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন তিনি।
বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “যারা ’৭১-এ স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এখন এমন কথা বলছে, যাতে প্রশ্ন জাগে— আমরা কি সত্যিই মুক্তিযুদ্ধ করেছি? এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন পিছিয়ে দিতে একটি মহল সুপরিকল্পিত চক্রান্তে লিপ্ত। তবে আমরা অত্যন্ত আশাবাদী। লন্ডনে আলোচনায় ইঙ্গিত মিলেছে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
বিএনপি সংস্কারের বিরোধিতা করছে— এমন প্রচার প্রসঙ্গে ফখরুল বলেন, “আমরা প্রতিটি কমিশনেই নিয়মিত প্রতিনিধি পাঠাচ্ছি। অথচ এক মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশিদ ফিরোজ এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।
স্মরণসভায় বক্তারা মোস্তফা মোহসীন মন্টুর গণতান্ত্রিক আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাজনীতিতে তার বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করেন।