দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দু-এক দিনের মধ্যে তারেক রহমানকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকার একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের
সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এবং সিলেটের বিভিন্ন আসনে
বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে, নির্বাচনি
পরিবেশ নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই। জাতির কাছে সময়টা গুরুত্বপূর্ণ, কারণ ১৫ বছর
পর প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন তারা।
সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে
হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মবের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত
করে। তাই মবোক্রেসির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে মন্তব্য
করে মির্জা ফখরুল বলেন, এ সরকার বর্তমানে কেয়ারটেকারে রূপ নিয়েছে।