এনসিপি নিবন্ধন বাছাইয়ে ফেল করায় তাদের ‘মাথা খারাপ হয়ে গেছে’: জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য ৮০০ পাতা জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে ফেল করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘মাথা খারাপ হয়ে গেছে’।
বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে।
জয়নুল বলেন, “৮০০ পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। সেই সঙ্গে কিছু উগ্রবাদী দলেরও মাথা খারাপ হয়ে গেছে। এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করতে দেব না।”
তিনি আরও বলেন, “কয়েকদিন ডিবি প্রধান (সাবেক) হারুনের ঘরে ভাত খেয়েই এখন বিএনপির বিরুদ্ধে নামছেন। নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথায় চলেন, তাহলে তার পরিণতি হবে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ।”
তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে যা বলা হয়েছে, তার জন্য ক্ষমা চাওয়া উচিত।”
এদিকে গত মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ নতুন নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দল ইসির প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। এসব দলকে ঘাটতি থাকা কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।