মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার ঘটনায় বিএনপির মহাসচিবের তীব্র নিন্দা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই হত্যাকাণ্ডকে ‘পৈশাচিক’ উল্লেখ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
গত শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহি:প্রকাশ।”
ফখরুল আরও বলেন, “মিটফোর্ডে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনা গত বছরের জুলাই-আগস্টের গণআন্দোলনের সহিংসতার মতো দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়িয়েছে। দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও অন্ধকারে ঠেলে দেবে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দ্রুত নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের মামলায় যুবদলের কয়েক নেতাকে বহিষ্কার করা হয়েছে।