বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও প্রধান সমন্বয়কের নাম ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিএনপির নির্বাচন পরিচালনা
কমিটির মুখপাত্র এবং প্রধান সমন্বয়কের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির মুখপাত্র হয়েছেন মাহদী আমিন এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন
করবেন ইসমাইল জবিউল্লাহ।
রবিবার (৪ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা
কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান তাদের নাম ঘোষণা করেন।
রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে
এই ঘোষণা দেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির নির্বাচন
পরিচালনা কমিটি নিয়মিত কাজ করবে, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হবেন মাহদী আমিন
ও প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।’
সংশ্লিষ্টরা জানান, বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়েই আলোচনা হয়েছে।
কীভাবে প্রার্থীদের সহযোগিতা করা হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনে কী ভূমিকা রাখতে হবে,
কীভাবে ভোটারদের যথাসময়ে ভোটারদের যথাসময়ে ভোটকেন্দ্রে পৌঁছাতে উদ্দীপ্ত করা যাবে এবং
নিজ দলের পক্ষে ভোটে উদ্বুদ্ধ করা হবে, ইত্যাদি বিষয় নিয়ে কীভাবে ভূমিকা পালন করা
হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী
দলই প্রথম, যারা বারবার যথাসম্ভব দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। ক্ষমতায়
যেতে এ দাবি করা হয়নি, দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য এটি চাওয়া হয়েছে। ফ্যাসিস্ট
বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। নির্বাচনের মাধ্যমে সেই প্রতিষ্ঠা সম্ভব।’