ময়মনসিংহে লায়নস ক্লাবের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন

ময়মনসিংহে লায়নস ক্লাবের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার চত্বরে এই ক্যাম্পেইন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এবং জেলার মোহাম্মদ আতিকুর রহমান।
লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান ও লায়ন রিয়াদ মাহবুবের সহযোগিতায় ক্যাম্পেইন পরিচালনা করেন লায়নস ক্লাব অব ময়মনসিংহের পরিচালক লায়ন মিজানুর রহমান খান লিটন, লায়ন মাহবুবুল আলম, লায়ন ওসমান গনি সুমন, লায়ন আব্দুল্লাহ আল মুনসুর, লায়ন মোল্লা মো. শাহরিয়ার, লায়ন ইঞ্জিনিয়ার আরাফাত মাহবুব ও লায়ন রেজাউল করিম।
ক্যাম্পেইনটি সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এতে প্রায় ৪০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা সেবা দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।