‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম বিয়ে করলেন!

বলিউড ছেড়েছেন প্রায় বছর খানেক আগে, তবে আবারও আলোচনায় এসেছে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। অভিনয় ছাড়ার পাঁচ বছর পর হঠাৎ বিয়ে করেছেন তিনি। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর প্রকাশ করে সকলকে চমকে দিয়েছেন জায়রা।
জায়রা ওয়াসিম দুইটি ছবি ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে তার বরের সঙ্গে কনেবেশে। লাল বিয়ের পোশাক পরেছেন জায়রা, আর বর পরেছেন ঘিয়ে রঙের কাশ্মিরি শাল। ছবিতে লেখা ছিল “কবুল হ্যায়।” খবর প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢেউ ছড়িয়ে পড়ে। তবে বরের পরিচয় তিনি এখনও জানাননি, যার কারণে কৌতূহল ও আলোচনা চলছে।
জানিয়ে রাখা দরকার, ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা ওয়াসিম। পরবর্তীতে ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে আচমকাই তিনি অভিনয় জগৎ ছাড়ার ঘোষণা দেন।