ফলাফলে ধস, চার দাবিতে আন্দোলনে নামছেন এইচএসসি শিক্ষার্থীরা!

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ফেল করা বা আশা অনুযায়ী ফল না পাওয়া শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তারা আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করবেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা।
২. বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা ও ১০০ নম্বরের সব অংশ (MCQ, SQ, প্র্যাকটিক্যাল) রিচেক করা।
৩. ফেল করা বিষয়ের নম্বর সব অংশে আলাদাভাবে দেখানো।
৪. MCQ ও SQ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা করা।
চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এটি ২০০৪ সালের ৪৭.৭৪ শতাংশের পর সর্বনিম্ন। সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, আর কারিগরি বোর্ডে ৬২.৬৭ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের পাসের হার সবচেয়ে বেশি (৭৮.৭২%), ব্যবসায় শিক্ষা ৫৫.৫৮%, আর মানবিক বিভাগে ৪৮.২৩% শিক্ষার্থী পাস করেছে।
এই গণজমায়েতের আয়োজন ও অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরে রয়েছে।