ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েম: "ডাকসুর কাজ নেতা তৈরি নয়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা"

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর ঢাবির মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “১০৪ বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন সংকট রয়ে গেছে। অনেকেই গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে ঢাবিতে এসে আবাসনের অভাবে হতাশায় ভোগেন। নির্বাচিত হলে আবাসন সংকটসহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে কাজ করব।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো খাবার, চিকিৎসা ও প্রশাসনিক জটিলতায় ভোগে। রেজিস্ট্রার ভবনের সেবাকে তিনি ‘মান্ধাতার আমলের’ বলে উল্লেখ করেন। পাশাপাশি পার্ট টাইম চাকরির সুযোগ, আধুনিক লাইব্রেরি, মসজিদের আধুনিকায়ন ও নারী শিক্ষার্থীদের জন্য আবাসন প্রসারের প্রতিশ্রুতিও দেন।
এ সময় তিনি জানান, খুব শিগগিরই তাদের বিস্তারিত ইশতেহার প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।