সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার
সুন্দরবনে শিকারিদের হরিণ ধরার
ফাঁদে আটকে পড়ে একটি বাঘ। খবর পেয়ে বাঘটিকে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় উদ্ধার করেছে
বন বিভাগ।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে
বাগেরহাটের পূর্ব সুন্দরবন এলাকা থেকে বাঘটিকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে
হরিণ ধরার ফাঁদে বাঘ আটকা পড়ার খবর পেয়ে তৎপর হয় বন বিভাগ।
বন বিভাগ জানায়, শনিবার বন বিভাগের
কাছে খবর আসে, মোংলা উপজেলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সুন্দরবনের মধ্যে হরিণ
ধরার ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে। পরে রবিবার সকালে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন
পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর বেলা তিনটার দিকে
খাঁচায় করে বাঘটিকে সুন্দরবন থেকে বের করে নিয়ে আসে বন বিভাগ। তবে উৎসুক জনতার ভিড়ের
কারণে দ্রুত বাঘটিকে খুলনায় নিয়ে যাওয়া হয়।
সুন্দরবনের করমজল ইকোট্যুরিজম
কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির বলেন, বাঘটি কিছুটা দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া
হয়েছে। পরে বাঘটিকে খুলনায় বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ
সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, লোকালয়কে সুন্দরবন
থেকে আলাদা করা শরকির খালের পাশে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে আছে এমন খবরে সেখানে
যায় বন বিভাগের কর্মীরা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাঘটিকে উদ্ধারের জন্য ঢাকা থেকে
ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল এবং খুলনা থেকে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের
কর্মকর্তারা আসেন।