সুনামগঞ্জে মাতলামিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে প্রতিবেশী খুন, ঘাতক যুবক আটক

সুনামগঞ্জে মাতলামিতে বাধা দেওয়ায় মো. আল মোবিন (৫৫) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোবিন পৌর এলাকার পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। তিনি পরিবারসহ নতুনপাড়ায় বসবাস করতেন। ঘটনার পর ঘাতক হৃদয় বণিক (৩০) নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হৃদয় বণিক একজন মাদকাসক্ত যুবক। তার গালিগালাজ ও অসামাজিক আচরণ এলাকায় নিয়মিত ঘটনা। মঙ্গলবার বিকেলে মোবিনের বাড়ির সামনে মাতলামি ও অশ্লীল ভাষায় চিৎকার শুরু করলে বাঁধা দেন মোবিন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় বণিক উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
প্রতিবেশীরা আহত মোবিনকে দ্রুত উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তিনি মারা যান।
ঘটনার পর ঘাতক হৃদয় নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ দীর্ঘ দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত মোবিন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আমরা দ্রুত অভিযান চালিয়ে ঘাতক হৃদয় বণিককে আটক করেছি। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"