ইংরেজি জানি না, লজ্জিত নই: রিজওয়ান

ইংরেজি বলতে না পারার কারণে বহুবার ট্রলের শিকার হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। তবে এসব ট্রলকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না তিনি। নিজের ইংরেজি দুর্বলতা নিয়ে রিজওয়ান বলেছেন, “ইংরেজি বলতে পারি না বলে একটুও লজ্জিত নই।”
মন থেকে কথা বলি, গর্বিত আমি পাকিস্তানের জাতীয় দলের গুরুত্বপূর্ণ এ ব্যাটার বলেন, কে কী বলছে সেসব পাত্তা দিই না। আমি যা বলি সেটা মন থেকে বলি এবং সে জন্য আমি গর্বিত।তিনি আরও বলেন আমার একটাই আফসোস, ঠিকভাবে পড়ালেখা করার সুযোগ পাইনি। তবে ইংরেজি না জানলেও আমি গর্বিত পাকিস্তান ক্রিকেট দলের অংশ হতে পেরে।”
রিজওয়ান মনে করেন, তার কাজ ভালো ক্রিকেট খেলা। ভাষা নয়, দর্শকরা তার পারফরম্যান্স দেখতে চান। তিনি বলেন, বোর্ড যদি কখনও বলে ভালো করে ইংরেজি শিখতে, তাহলে আমি ক্রিকেট ছেড়ে অধ্যাপক হয়ে যাব।”
এছাড়া তিনি তরুণ ক্রিকেটারদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন আমি চাই ভবিষ্যৎ প্রজন্ম ভালো করে পড়ালেখা করুক, যাতে আন্তর্জাতিক অঙ্গনে তারা আরও আত্মবিশ্বাসীভাবে কথা বলতে পারে।”