জোতার পরিবারের পাশে লিভারপুল: চুক্তির পুরো বেতন দেওয়া হবে স্ত্রী-সন্তানদের

ভালোবাসার মানুষটিকে বিয়ের মাত্র দুই সপ্তাহের মাথায় হারিয়ে জীবনের কঠিনতম অধ্যায়ের মুখোমুখি রুতে কারদোসো। তিন সন্তানকে নিয়ে এখন শোকের অতল গহ্বরে পড়েছেন দিয়োগো জোতার স্ত্রী। কিন্তু এই শোককে কিছুটা হলেও সহনীয় করে তুলতে এক মানবিক সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব।
স্পেনের সড়কে ভয়াবহ দুর্ঘটনায় গত বৃহস্পতিবার প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তাঁর ভাই। ক্লাবের অনুশীলনে যোগ দিতে লিভারপুলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শনিবার পর্তুগালের গোন্দোমারে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে দুই ভাইকে।
জোতার মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে লিভারপুল। ক্লাবটি জানায়, জোতার চুক্তির বাকি সময়ের সম্পূর্ণ বেতন তার স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দেওয়া হবে।
২০২৭ সালের জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন জোতা। তার সাপ্তাহিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার পাউন্ড। সেই হিসেবে পরবর্তী দুই বছরে প্রায় ১ কোটি ৪৫ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২০০ কোটি টাকা) পাওয়ার কথা ছিল তার। লিভারপুল ক্লাব নিশ্চিত করেছে, এই সম্পূর্ণ অর্থ জোতার পরিবার পাবে।
শুধু তাই নয়, ক্লাবটি সিদ্ধান্ত নিয়েছে—জোতার স্মরণে ২০ নম্বর জার্সিটি আর কোনো খেলোয়াড়কে দেওয়া হবে না। তাকে শ্রদ্ধা জানিয়ে এই জার্সি স্থায়ীভাবে অবসরে পাঠানো হয়েছে।
শনিবার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকসহ অনেক সতীর্থ ও বন্ধু। জোতার জার্সির আদলে তৈরি ফুলের তোড়া হাতে তিনি প্রয়াত সতীর্থকে শেষ শ্রদ্ধা জানান।
ফুটবল বিশ্বে এমন মানবিক উদ্যোগ বিরল। শুধুমাত্র একজন খেলোয়াড় নয়, একজন মানুষ হিসেবে জোতাকে কতটা ভালোবাসা ও সম্মান করত লিভারপুল, সেটিই প্রমাণ করে দিয়েছে তাদের এই উদ্যোগ।