শুভমান গিলের ঝড়! অধিনায়কের নতুন রেকর্ডের বন্যা এজবাস্টনে

ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভমান গিলের ব্যাটে আগুন ঝরছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি করেছেন অসাধারণ ৪৩০ রান, যা এক টেস্টে এক ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ রান অতিক্রম করেছে। এই রান তুমুল আলোচনায় কারণ ভারতের বাঘা বাঘা ব্যাটারদের কেউ এর আগে এক টেস্টে ৪০০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেননি।
গিলের রেকর্ডের ঝলক
দুই ইনিংস মিলিয়ে গিল করেছেন ২৬৯ ও ১৬১ রান, টানা দুই ইনিংসে ১৫০+ রানের ইনিংস খেলেছেন মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে।
১১টি ছয় হাঁকিয়েছেন, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
দুই ইনিংসে মোট রান ৪৩০, যা বিশ্বের মাত্র পাঁচজন ব্যাটারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ভারতের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো দুই ইনিংসে মিলিয়ে এক হাজারের বেশি (১০১৪) রান করেছে দল।
দুই টেস্টে ৫৮৫ রান করে গিল বিশ্বে প্রথম কোনো অধিনায়ক হিসেবে শুরুর দুই টেস্টে এত রান করেছেন।
প্রথম দুই টেস্টে তিনটি সেঞ্চুরি করে গিল হলো বিশ্বে মাত্র দ্বিতীয় অধিনায়ক, যাঁর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলিরই।
টেস্টের বর্তমান অবস্থা
ভারত প্রথম ইনিংসে করেছে ৫৮৭ রান, ইংল্যান্ডের সংগ্রহ ৪০৭। দ্বিতীয় ইনিংস শেষে সফরকারী ভারত ৬০৭ রান তোলার লক্ষ্য দিয়েছে। চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৭২ রান, তাই জয়ের পথে এখন ভারতের ঝুঁকি কম।
কোচ ও বিশেষজ্ঞের মতামত
গিলের এই ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে ইন্দিরা মাচেরানো বলেন, “লিডার হিসেবে গিল দলের জন্য বড় এক প্লাস। তার ফিটনেস ও মানসিকতা দলের জন্য অনুপ্রেরণা।”