‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন আজ

‘জুলাই ঘোষণাপত্র’ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক সংবাদবার্তায় এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের রূপরেখা এবং রাজনৈতিক নির্দেশনা নিয়ে এনসিপি তাদের বিশ্লেষণ ও অবস্থান তুলে ধরবে। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় দলের ভূমিকা নিয়েও বক্তব্য রাখবেন নেতারা।