রাজনৈতিক অচলাবস্থার অবসানে জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে: বিএনপি

জুলাই ঘোষণাপত্র ও নির্ধারিত নির্বাচনের সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করে, এই উদ্যোগ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে।
বুধবার (৬ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র এবং নির্ধারিত নির্বাচনের সময়সূচিকে বিএনপি স্বাগত জানায়। ঐতিহাসিক এ ঘোষণাপত্র রাজনৈতিক অচলাবস্থার অবসানে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
বর্তমান বাস্তবতায়ও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “জনগণ একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য অপেক্ষায় আছে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “আমরা একটি কার্যকর জাতীয় সংসদ দেখতে চাই। এ লক্ষ্যে রাজনৈতিক দল ও জনগণের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।”