আবারও সিএবির প্রেসিডেন্ট পদে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সংস্থাটির আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন গাঙ্গুলি নিজেই, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে।
সিএবির বর্তমান সভাপতি এবং গাঙ্গুলির বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলি লোধা কমিটির নির্ধারিত মেয়াদসীমা অতিক্রম করায় পদ ছাড়তে বাধ্য হচ্ছেন। ফলে গাঙ্গুলির সামনে শীর্ষ নেতৃত্বে ফেরার পথ সুগম হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি যদি প্রার্থী হন, তবে অপ্রতিদ্বন্দ্বীভাবেই নির্বাচিত হতে পারেন।
সিএবি ইতোমধ্যেই এজিএম ও নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। জরুরি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী:
চূড়ান্ত অ্যাপেক্স কাউন্সিল সভা: ১৪ আগস্ট
বার্ষিক সাধারণ সভা (এজিএম): ২০ সেপ্টেম্বর
২০১৫ সালে সিএবির সচিব হিসেবে দায়িত্ব নেন সৌরভ গাঙ্গুলি। একই বছরের শেষ দিকে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৯ সাল পর্যন্ত সেই পদে থাকেন। তাঁর সময়ে সিএবিতে পুরুষ ও নারী উভয় বিভাগেই ক্রিকেটের মানোন্নয়ন হয়েছে বলে ধারণা করা হয়।
২০১৯ সালে গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সময়েই ভারতীয় ক্রিকেট বোর্ড বেশ কিছু বিতর্কিত ও আলোচিত সিদ্ধান্ত নেয়— যার মধ্যে ছিল বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো, এবং আইপিএলের টিভি ও ডিজিটাল সম্প্রচারের রেকর্ড পরিমাণ চুক্তি সম্পন্ন করা।
২০২২ সালে বিসিসিআইয়ে সৌরভের স্থলাভিষিক্ত হন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী রজার বিনি।
ক্রিকেট প্রশাসনে অভিজ্ঞ ও জনপ্রিয় মুখ হিসেবে গাঙ্গুলির ফেরার খবরে ইতোমধ্যে সিএবির অভ্যন্তরীণ মহলে আশাবাদ তৈরি হয়েছে। এবারও তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হলে, পশ্চিমবঙ্গের ক্রিকেট ব্যবস্থাপনায় আবারও তার প্রভাব বিস্তৃত হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।