ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: ফেনীতে এসআই আবু ছৈয়দ ক্লোজড

নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে ঘুষ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই এসআই আবু ছৈয়দকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল
ঘটনার সূত্রপাত ঘটে বুধবার (২ জুলাই) সন্ধ্যায়, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সাত্তারের বাড়ির সিঁড়ির নিচে বসে এসআই আবু ছৈয়দ তার সঙ্গে গোপনে কথা বলছেন এবং টাকার লেনদেন করছেন। ভিডিওটি সিসিটিভি ফুটেজ বলে জানা গেছে।
মামলার পটভূমি
গত ২২ জুন স্থানীয় নারী পান্না আক্তারকে পিটিয়ে গুরুতর জখম করেন একই গ্রামের আব্দুস সাত্তার (৫৫)। ওইদিনই সাত্তারের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী। মামলার তদন্ত ভার দেওয়া হয় এসআই আবু ছৈয়দের ওপর।
ভিডিওতে দেখা যায়, মামলার আসামির বাসায় গিয়ে একান্ত আলাপে লিপ্ত হন এসআই ছৈয়দ এবং একপর্যায়ে টাকার লেনদেন হয়।
অভিযুক্ত এসআই-এর দাবি
তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই আবু ছৈয়দ। তার ভাষায়, “সাত্তার আমাকে টাকা দিতে চাইলেও আমি পকেট থেকে নিজের টাকা বের করে তাকে দেখাই এবং বলি, আমার কাছে টাকা আছে, লাগবে না। কোনো লেনদেন হয়নি।”
ঘটনার পর জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, “ভিডিওটি যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”