১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোণায় ১৫ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিএসসি) ময়মনসিংহ ক্যাম্প। জব্দকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা।
গ্রেফতারকৃত জামাল মিয়া জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ময়ঝাউসি গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে।
সোমবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে একই দিন সকাল সোয়া ৯টার দিকে ময়ঝাউসি এলাকার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জামাল মিয়ার মালিকানাধীন একটি অটোচার্জার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত জামাল মিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে নেত্রকোণা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হবে।