দুই সপ্তাহে ৯০০ বার ভূমিকম্পে কাঁপছে জাপানের তোকারা দ্বীপপুঞ্জ

জাপানের দক্ষিণাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ তোকারা দ্বীপপুঞ্জে গত দুই সপ্তাহে প্রায় ৯০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ বুধবার (২ জুলাই) দ্বীপপুঞ্জটিতে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় অনুযায়ী এই কম্পন গভীর রাতে ঘটে, যা আরও আতঙ্ক বাড়িয়ে তোলে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিক কম্পনের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই নির্ঘুম রাত পার করছেন, আশঙ্কা করছেন আরও ভয়াবহ কম্পনের।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এই ভূমিকম্পগুলোর শেষ কবে, তা বলা সম্ভব নয়। সংস্থাটির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন,
“২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্রে ভূকম্পন অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে।”
সরকারি পরিসংখ্যান অনুযায়ী: ২৩ জুন সবচেয়ে বেশি—১৮৩টি ভূমিকম্প হয়, ২৬ জুন ১৫টি, ২৭ জুন ১৬টি ভূমিকম্প, ২৮ জুন তা বেড়ে দাঁড়ায় ৩৪টি, ২৯ জুন হয় ৯৮টি এবং ৩০ জুন রেকর্ড করা হয় ৬২টি ভূমিকম্প
ক্ষয়ক্ষতি না হলেও সতর্কতা
এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও এই ভূমিকম্প প্রবণতা স্থানীয় ও জাতীয় পর্যায়ে উচ্চ সতর্কতা সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি রাখার কথা বললেও, বাসিন্দাদের মানসিক উদ্বেগ বাড়ছে