পুতিনকে নিয়ে হতাশ ট্রাম্প, তবে সম্পর্ক ছিন্ন করেননি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে হতাশ হলেও তার সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ করেননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিবিসির সঙ্গে একান্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, "আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না,"—এই মন্তব্যে উঠে আসে তার আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে সাবধানতা ও শঙ্কা। তিনি জানান, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই ইউক্রেন যুদ্ধের অবসানে সমঝোতার চেষ্টা করছেন।
সাক্ষাৎকারের আগে হোয়াইট হাউজে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠক করেন ট্রাম্প। একসময় ন্যাটোকে 'অচল' বললেও এখন তিনি সংস্থাটির যৌথ প্রতিরক্ষা নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। ইউক্রেনে অস্ত্র সহায়তার পরিকল্পনার পাশাপাশি তিনি রাশিয়ার বিরুদ্ধে কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন যদি ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতির কোনো চুক্তি না হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, “আমি কয়েকবার ভেবেছিলাম চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু হঠাৎ করেই পুতিন কিয়েভে একটি ভবন ধ্বংস করে দেন।”
বিবিসির সাংবাদিক যখন জিজ্ঞেস করেন তিনি পুতিনকে কীভাবে রক্তপাত বন্ধ করতে বলবেন, ট্রাম্পের উত্তর ছিল, “আমরা এটি নিয়ে কাজ করছি, গ্যারি।”
এদিকে, পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর হওয়া হত্যাচেষ্টার এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা চলাকালে তিনি সাক্ষাৎকারে অংশ নেন। সেই অভিজ্ঞতা নিয়ে ট্রাম্প বলেন, “আমি এ নিয়ে কম ভাবতে চাই। কারণ বেশি ভাবলে জীবনটাই বদলে যেতে পারে।”
সব মিলিয়ে রাশিয়ার প্রতি হতাশা থাকলেও, যুদ্ধ থামাতে আলোচনার পথ খোলা রাখছেন ট্রাম্প। তার ভাষায়, “আমি হতাশ, তবে হাল ছাড়িনি।”