গোপালগঞ্জে এনসিপি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র শহর — নেতারা আশ্রয় নিলেন সার্কিট হাউজে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। সমাবেশ শেষে ফেরার পথে বুধবার (১৬ জুলাই) বিকালে পৌরপার্কের অদূরে অতর্কিতভাবে হামলার শিকার হন এনসিপির শীর্ষ নেতারা। ঘটনার পর শহর রণক্ষেত্রে পরিণত হয়।
হামলার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন। বিকেল ৩টার দিকে তারা সেখানে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ফেরার পথে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা’ বহরে অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়ে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।
এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলার শিকার হই। এখন সার্কিট হাউজে অবরুদ্ধ অবস্থায় আছি। বহির্বিশ্ব ও দেশের জনগণকে আমরা সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”
এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।