গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্য: সিদ্ধান্ত আসছে ২৪ ঘণ্টার মধ্যে

গাজায় চলমান যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের দেওয়া 'চূড়ান্ত প্রস্তাব' গ্রহণ করবে কি না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “দেখা যাক কী হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আমরা জানতে পারব।”
তিনি আরও জানান, ইসরায়েল ইতোমধ্যে ৬০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যাতে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষের পথ তৈরি হতে পারে। এর আগে তিনি বলেছিলেন, যুদ্ধবিরতির মূল শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে, এখন সিদ্ধান্ত হামাসের হাতে।
গাজাভিত্তিক একটি সূত্র জানায়, হামাস এমন একটি স্পষ্ট নিশ্চয়তা চাইছে, যাতে যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা থাকে। তবে ইসরায়েলের দুই কর্মকর্তা জানান, এখনও কয়েকটি বিষয়ে সমঝোতা হয়নি।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের ইসরায়েলি বিমান হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, একদিনে কয়েক ডজন।
অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজায় এখন পর্যন্ত ৫৬,০০০-এর বেশি মানুষ নিহত, লাখো মানুষ গৃহহীন এবং খাদ্যসংকট চরমে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য অভিযুক্ত করেছে, যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে।
একই দিনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন ট্রাম্প। সেখানে আব্রাহাম চুক্তি ও ইরান ইস্যুতে আলোচনা হয়।
ট্রাম্প দাবি করেন, “ইরানবিরোধী সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি পদক্ষেপের প্রেক্ষাপটেই মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে।”
বৈঠকের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রী ইরানি সেনাপ্রধান আবদুলরহিম মুসাভির সঙ্গে ফোনালাপ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম Axios।