পাকিস্তানে বোমা হামলায় সহকারী কমিশনারসহ পাকিস্তানে ৫, টিটিপিকে সন্দেহ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় সরকারি একটি গাড়ি লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা হয়েছে। বুধবার (২ জুলাই) খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নাওয়াগাই সড়কে এই হামলায় নিহত হয়েছেন সহকারী কমিশনার, দুই পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন। আহত হয়েছেন আরও ১১ জন।
বাজৌর জেলার পুলিশ সুপার ওয়াকাস রফিক পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-কে জানান, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এবং উদ্ধারকর্মীরা এলাকায় অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইহতেশাম আলী বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়ে বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি জানান, প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজি জুলফিকার হামিদ এই হামলার পেছনে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করে বলেন, সহকারী কমিশনারের গাড়িই ছিল হামলার মূল লক্ষ্য। তিনি বলেন, টিটিপি সদস্যদের ধরতে পুলিশের একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হামলার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের দ্রুত শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
সূত্র: ডন।