২০২৫ সালের প্রথমার্ধে ঢাকাই সিনেমা: স্বপ্নের শুরু, বাস্তবতার ধাক্কা

২০২৫ সালের প্রথম ছয় মাস পার করেছে ঢালিউড। এরমধ্যে দুটি ঈদে মোট ১২টি এবং বাকি পাঁচ মাসে মুক্তি পেয়েছে ১০টি সিনেমা—সব মিলিয়ে ২২টি। সংখ্যার হিসেবে গত বছরের সমান হলেও, গুণগত মান ও বক্স অফিসে বেশির ভাগ সিনেমাই ব্যর্থ। অথচ বছরটা শুরু হয়েছিল নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার কথা বলে। এখন প্রশ্ন হচ্ছে—প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে? এই ছয় মাসে কয়টি সিনেমা আলোচিত হতে পেরেছে, আর কয়টি ব্যবসাসফল হয়েছে, সেটাই এখন বিশ্লেষণের সময়।
মাসভিত্তিক বিশ্লেষণ:
জানুয়ারি: শুরুতেই ধাক্কা
‘মধ্যবিত্ত’ দিয়ে বছর শুরু হলেও এটি দর্শকপ্রিয়তা পায়নি।
‘মেকআপ’ ও ‘কিশোর গ্যাং’ ছিল আরও ব্যর্থ।
ব্যতিক্রম ‘রিকশা গার্ল’—বাণিজ্যে সফল না হলেও নির্মাণ ও অভিনয়ে প্রশংসিত।
ফেব্রুয়ারি: ভালোবাসা দিবসেও জমেনি ভালোবাসা
‘বলি’ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও দেশে বাণিজ্যিকভাবে ব্যর্থ।
‘দায়মুক্তি’, ‘ময়না’—সবই ফ্লপ।
‘জলে জ্বলে তারা’ কিছুদিন আলোচনায় থাকলেও টিকতে পারেনি।
মার্চ: ঈদের হাওয়ায় উত্তাপ
বড় বাজেটের ‘বরবাদ’ নিয়ে আসে শাকিব খান, দাবি অনুযায়ী ৭৫ কোটি টাকার ব্যবসা।
‘দাগি’ প্রশংসিত হলেও সীমিত বাণিজ্যিক সাফল্য (গ্রস সেল ১০ কোটি)।
‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ আংশিক আলোচিত।
‘জ্বীন-৩’ ও ‘অন্তরাত্মা’—ব্যর্থ।
এপ্রিল: এক মাসের শূন্যতা
এ মাসে কোনো সিনেমা মুক্তি পায়নি, যা ইন্ডাস্ট্রির স্থবিরতা বোঝায়।
মে: জয়ার উপস্থিতিও টানতে পারেনি দর্শক
‘জয়া আর শারমিন’ ও ‘আন্তুঃনগর’—দুই সিনেমাই পড়ে মুখ থুবড়ে।
প্রচারসংকট ও দুর্বল গল্পের কারণে দর্শক টানতে ব্যর্থ।
জুন: ঈদুল আজহায় কিছুটা প্রাণচাঞ্চল্য
শাকিব খান-সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’ আলোচিত হলেও সমালোচিতও।
‘উৎসব’ সিনেমা চমকে দিয়েছে—হাউজফুল শো চলছে মাল্টিপ্লেক্সে।
‘ইনসাফ’ আলোচনা তৈরি করলেও ব্যবসায়িক সাফল্য পায়নি।
‘এশা মার্ডার: কর্মফল’ দ্বিতীয় সপ্তাহে আলোচনায় এলেও সাফল্য অর্জনে ব্যর্থ।
‘নীলচক্র’ ও ‘টগর’—দর্শক আকর্ষণে ব্যর্থ।
এই ছয় মাসে মোটামুটি আলোচিত ছিল ৫-৬টি সিনেমা, যার মধ্যে ‘উৎসব’ ও ‘বরবাদ’ তুলনামূলকভাবে বেশি সফল। তবে অধিকাংশ সিনেমাই দর্শকহীনতায় মুখ থুবড়ে পড়েছে। একদিকে বাজেটের বিশালতা, অন্যদিকে দুর্বল গল্প ও প্রচারের অভাব—এই দ্বৈত সংকটে পড়ে যাচ্ছে ঢালিউড।