হলি ক্রস কলেজে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ জুলাই

রাজধানীর ঐতিহ্যবাহী হলি ক্রস কলেজ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভর্তি আবেদন ৩০ জুলাই (বুধবার) থেকে শুরু হয়ে চলবে ৩ আগস্ট (রবিবার) রাত ১২টা পর্যন্ত। আবেদন গ্রহণ চলবে অনলাইনে। বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে (www.hcc.edu.bd) পাওয়া যাবে।
বিভাগভিত্তিক আসন সংখ্যা
১. বিজ্ঞান বিভাগ: ৭৮০ জন
২. মানবিক বিভাগ: ২৬০ জন
৩. ব্যবসায় শিক্ষা: ২৭০ জন
শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা ও বিষয়ভিত্তিক প্রশ্নপত্র
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে:
৮ আগস্ট (শুক্রবার): বিজ্ঞান বিভাগ
৯ আগস্ট (শনিবার): মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী।
বিজ্ঞান বিভাগে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞানে।
মানবিক বিভাগে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষায় পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান বিষয়ে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত করা হবে।
হলি ক্রস কলেজ দীর্ঘদিন ধরেই একাডেমিক সাফল্যে দেশের শীর্ষস্থানে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১,৩১৩ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১,৩০৭ জন উত্তীর্ণ হন এবং জিপিএ–৫ পেয়েছেন ১,০১৯ জন। কলেজটির পাসের হার ছিল ৯৯.৯৫ শতাংশ।