কালীগঞ্জে আগুনে পুড়ল ২ টি ট্রাক

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মল্লিক নগর ট্রাক স্ট্যান্ডে ওয়েলডিং মেশিনের আগুনে ২ টি ট্রাক পুড়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান , মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সের ওয়েলডিং মেশিনের পাশে দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল । সে সময় ওয়েলডিং মেশিনে ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুন ট্রাকের তেলের ট্যাংকে ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয় । পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান , মূলত ওয়েলডিং মেশিন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । ঘটনাস্থলে গিয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি ।