সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে। অল নেপাল ফুটবল এসোসিয়েশন আজ নিজদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে। তবে এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।
বাফুফে ইউরোপীয়ান দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চেয়েছিল, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্ব ও অন্যান্য দেশগুলোর ম্যাচ সূচির কারণে এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচের বিষয়ে আলাপ চলছে। শ্রীলঙ্কা কলম্বোয় ভুটানের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে, ফলে বাংলাদেশের প্রীতি ম্যাচ নেপালের বিপক্ষে হওয়ার সম্ভাবনা বেড়েছে।
বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গেই বেশি ম্যাচ খেলার প্রবণতা দেখাচ্ছেন। গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ভুটানের সঙ্গে একটি জয়ী ম্যাচ খেলেছিল। তবে সিঙ্গাপুর ম্যাচে দল প্রকৃত সক্ষমতার পরিচয় দিয়েছে।
অপর দিকে, বাংলাদেশের নারী ফুটবল দল উন্নত ফিফা র্যাংকিংয়ের (১২৮) দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ইতিবাচক ফলাফল অর্জন করেছে। পুরুষ দলের প্রীতি ম্যাচগুলো মূলত দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ নিয়েই সীমাবদ্ধ রয়েছে। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের অংশ হিসেবে হংকংয়ের (র্যাংকিং ১৫৩) সঙ্গে বাংলাদেশ (র্যাংকিং ১৭৩) মুখোমুখি হবে, যা দলের জন্য বড় চ্যালেঞ্জ।
এভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা পুরুষ ফুটবল দল কতটা উন্নতি করতে পারবে, সেটাই এখন আলোচনার বিষয়।