বর্তমানে থাকার চেষ্টা করছি, ভবিষ্যৎ নয়: পারভেজ হোসেন ইমন

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলে চলেছেন পারভেজ হোসেন ইমন। যদিও প্রতিটি ম্যাচে বড় রান আসছে না, তবুও নিজের সামর্থ্যের প্রমাণ রেখে যাচ্ছেন বাঁ-হাতি এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমন জানালেন, অতীত নয়, তিনি মনোযোগ দিচ্ছেন বর্তমান নিয়েই।
ইমন বলেন, “আমি আসলে বর্তমানে থাকার চেষ্টা করছি। আগেরটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে। আমার ফোকাস ছিল এই সিরিজে। নেক্সট বল কী হবে সেটাই ভেবেছি সবসময়। শেষ সিরিজ ভালো খেলে এসেছি শ্রীলঙ্কা থেকে। তাই সবাই অনেক আত্মবিশ্বাসী। চেষ্টা করছি এই আত্মবিশ্বাসটা ধরে রাখার।”
সম্প্রতি ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও ইমনের জুটিটা বেশ নজর কাড়ছে। একেক ম্যাচে একেকজন দায়িত্ব নিচ্ছেন। এ নিয়ে ইমন বলেন, “অবশ্যই, আপনারা যদি বলেন ভালো (হাসি)। একজন না একজনকে খেলতেই হবে। টি-টোয়েন্টিতে যেদিন যে সেট হয়, সে এমন ইনিংস খেলতে পারলে ভালো।”
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরুর ধাক্কা সামলে তাওহীদ হৃদয়ের সঙ্গে মূল্যবান জুটি গড়েন ইমন। তিনি বলেন, “জুটি গড়ার চেষ্টা করেছি। ইনটেন্ট ভালোই ছিল। ইনটেন্ট ভালো রেখে রিস্ক কম নিয়ে যত খেলা যায়। যখন ব্যাক টু ব্যাক উইকেট পড়ে, যেকোনো দল চাপে পড়ে যায়। আমাদের প্ল্যান থাকে ছোট ছোট জুটি গড়ার। ইনটেন্ট ঠিকই থাকবে, ছোট জুটি গড়ে ইনিংস তৈরি করার।”
পাকিস্তানি বোলারদের বিপক্ষে ব্যাটিং কেমন ছিল—এমন প্রশ্নে ইমনের কৌশলী উত্তর, “ভালো করলে আসলে সবার কাছেই সহজ মনে হয় (হাসি)। ওরাও আন্তর্জাতিক ম্যাচ খেলতেছে। সবাই অভিজ্ঞ। এখানে অনেক অভিজ্ঞ বোলার আছে। ভালোই করছে তারাও। (পাকিস্তান সহজ প্রতিপক্ষ কি না) এটা আমি চিন্তা করি নাই কখনও।”
ইমনের এমন মনোভাব ও ইতিবাচক মানসিকতাই প্রমাণ করে, তিনি সময়কে গুরুত্ব দিয়ে নিজের খেলায় আরও পরিপক্ব হতে চাইছেন।