টি–টোয়েন্টি দলে ফিরতে বাবর–শাহিনকে কী করতে হবে, জানালেন কোচ হেসন

পাকিস্তান ক্রিকেট দলের সাদা বলের নতুন কোচ মাইক হেসন জানালেন, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে ফের দলে নিতে হলে কী পরিবর্তন প্রয়োজন।
২০২১ ও ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যে বড় অবদান ছিল এই দুই তারকার। তবে সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটের দল থেকে ছিটকে গেছেন দুজনই। গত মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ঘরের মাঠের সিরিজেও তারা ছিলেন না হেসনের নির্বাচিত স্কোয়াডে।
হেসনের পরিকল্পনায় এখনো আছেন বাবর-শাহিন
তবে কোচ মাইক হেসন জানালেন, আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তিনি এখনো এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পরিকল্পনায় রাখছেন। বর্তমানে বাবর ও শাহিন করাচিতে জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন, এখান থেকেই চলতি মাসের শেষে বাংলাদেশ সফরে যাবেন তারা।
বাবরের স্ট্রাইকরেট নিয়ে উদ্বেগ
বাবর আজমকে উইকেটকিপার হিসেবে দলে নেওয়ার কোনো ভাবনা নেই বলে সাফ জানিয়ে দেন হেসন। বরং তিনি বলেন, “বাবর এখন একজন ওপেনারের জায়গার জন্য লড়ছে। আমাদের স্কোয়াডে ফখর জামান ও সাইম আয়ুবের মতো প্রতিদ্বন্দ্বী আছে। কাজেই তাকে স্ট্রাইকরেট ও ব্যাটিং অ্যাপ্রোচে উন্নতি আনতেই হবে।”
বাবরের টি–টোয়েন্টি ক্যারিয়ারে স্ট্রাইকরেট ১২৯.৮১, যেখানে ফখরের ১৩৩.৪৯ এবং সাইমের ১৩৮.৪৮। হেসন বলেন, “টি–টোয়েন্টিতে রানসংখ্যার পাশাপাশি স্ট্রাইকরেটও গুরুত্বপূর্ণ। বাবরের মতো ব্যাটারদের ৩০–৪০ রান ঘাটতি পুষিয়ে দেওয়ার সক্ষমতা থাকতে হবে। বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে আমাদের আরও আক্রমণাত্মক খেলতে হবে।”
শাহিনের ক্ষেত্রেও উন্নতির জায়গা
শাহিন আফ্রিদিকে নিয়ে হেসন সরাসরি সমালোচনা না করলেও বলেন, “শাহিন বিশ্বমানের খেলোয়াড়। তবে তার মধ্যেও কিছু জায়গায় কাজের প্রয়োজন আছে, যেমনটা এই ক্যাম্পে থাকা সবারই আছে।”
তিনি যোগ করেন, “আমরা কাউকে বাদ দিচ্ছি না। বরং তাদের সেরা করে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি।”
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দল ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছিল পিসিবি। এরপরই মাইক হেসনকে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে হেসন বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ এবং পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখেই দল গঠনের চূড়ান্ত পর্যায়ে কাজ করছেন।