ব্যাটিং তাণ্ডব চালিয়ে ফিরলেন মেন্ডিস

তানজিম হাসান সাকিবের করা চতুর্থ ওভারের প্রথম বলে নিশান মাদুশঙ্কা আউট হওয়ার পর মাঠে নামেন কুশাল মেন্ডিস। দলের স্কোর যখন ১৬ রান তখন ব্যাটিংয়ে নেমে, দলকে ২৫৫ রানের চূড়ায় রেখে সাজঘরে ফেরেন লংকান এই অভিজ্ঞি ক্রিকেটার।
তার আগে ওয়ানডে ক্যারিয়ারের ১৪৬তম ওয়ানডেতে তুলে নিয়েছেন ষষ্ঠ সেঞ্চুলি। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে কুশালের এটা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৭ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান কুশাল মেন্ডিস।
১০০ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা ১১৭ বলে ১২৪ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতেই দল পেয়ে যায় চ্যালেঞ্জিং স্কোর। দলীয় ২২৪ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন চারিথ আসালাঙ্কা। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম ফিফটি হাঁকান তিনি।