ভুটান লিগ মাতাতে এবার তহুরা ও শামসুন্নাহার জুনিয়র

ভুটানের নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এবার সেই তালিকায় যোগ হলেন তরুণ ফরোয়ার্ড তহুরা খাতুন এবং উইঙ্গার শামসুন্নাহার জুনিয়র। গত সোমবার সকালে তাঁরা ভুটানে পৌঁছেছেন এবং খেলবেন রয়্যাল থিম্পু কলেজ এফসি-র হয়ে।
এই প্রথমবার দেশের বাইরে কোনো লিগে খেলতে যাচ্ছেন তহুরা। এ নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “খুব ভালো লাগছে। চেষ্টা করব পারফর্ম করতে এবং এখানকার অভিজ্ঞতা যেন পরবর্তীতে জাতীয় দলের হয়ে কাজে লাগে।”
ভুটানের নারী লিগে ইতোমধ্যেই খেলছেন বাংলাদেশের আরও ১০ জন নারী ফুটবলার।
থিম্পু সিটি দলে আছেন: সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।
পারো এফসি দলে খেলছেন: সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া।
ট্রান্সপোর্ট ইউনাইটেড দলে রয়েছেন: ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।
এছাড়া শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারকেও দলে ভিড়িয়েছে পারো এফসি। তাঁরা শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।
ভুটানের নারী লিগ চলবে নভেম্বর পর্যন্ত। এরপর রয়েছে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে, বাংলাদেশ নারী জাতীয় দলের সামনে রয়েছে ২০২৬ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব, যা অনুষ্ঠিত হবে আগামী মার্চে।
দেশি-বিদেশি ক্লাবের ব্যস্ত সূচির মধ্যে জাতীয় দলের প্রস্তুতি কীভাবে চালাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)—তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।