মেসির জাদুতে রেড বুলস বিধ্বস্ত, নন-পেনাল্টি গোলেও রোনালদোকে পেছনে ফেললেন

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচে মেসি করেছেন জোড়া গোল ও দুটি অ্যাসিস্ট। একইসঙ্গে একটি ঐতিহাসিক রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন আর্জেন্টাইন জাদুকর—পেনাল্টি ছাড়া (নন-পেনাল্টি) গোলের তালিকায় এবার তিনি পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।
গত শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসি শেষ সাত ম্যাচের মধ্যে ষষ্ঠবারের মতো একাধিক গোল করলেন। কেবল আগের ম্যাচেই গোল পাননি, আর সেই ম্যাচেই হেরেছিল তার দল ইন্টার মায়ামি।
এই ম্যাচের পর এমএলএস-এ দুই বছরের মধ্যে অন্তত ৩৫ গোল ও ২৫ অ্যাসিস্ট করা পঞ্চম খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন মেসি। এর আগে এই কীর্তি গড়েছিলেন রব্বি কিন (২০১৩–১৪), সেবাস্তিয়ান জিওভিনকো (২০১৫–১৬), কার্লোস ভেলা (২০১৮–১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩–২৪)।
তবে সবচেয়ে বড় রেকর্ডটি এসেছে গোলের খাতায়। এ ম্যাচের জোড়া গোলের মাধ্যমে মেসির পেনাল্টি ছাড়া গোলের সংখ্যা দাঁড়াল ৭৬৪টি, যা ছাপিয়ে গেছে রোনালদোর ৭৬৩টি নন-পেনাল্টি গোলকে। যদিও রোনালদোর মোট গোল সংখ্যা এখনও বেশি, তবে মেসি খেলেছেন ১৬৭ ম্যাচ কম। বর্তমানে মেসির ক্যারিয়ার গোল সংখ্যা ৮৭৪টি।
এছাড়া আরেকটি অসাধারণ মাইলফলকে পৌঁছেছেন মেসি—২০০৭ সাল থেকে শুরু করে টানা ১৯টি পঞ্জিকাবর্ষে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান (গোল + অ্যাসিস্ট) রেখেছেন তিনি। বার্সেলোনার হয়ে শুরু হওয়া এই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন পিএসজি এবং এখন ইন্টার মায়ামিতেও।