বাটলার অসন্তুষ্ট, জয় সত্ত্বেও বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ কোচ

নেপালের বিপক্ষে জয় এল ঠিকই, কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের কোচ পিটার বাটলার মোটেও সন্তুষ্ট নন শিষ্যদের পারফরম্যান্সে। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে রোববার নেপালের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে ম্যাচের শেষ ৩০ মিনিটে মেয়েদের পারফরম্যান্সকে ‘রাবিশ’ বলে আখ্যা দেন ইংলিশ কোচ।
প্রথমার্ধে দাপুটে খেলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে নেপাল। পরপর দুই গোল হজম করে চাপে পড়ে সাগরিকারা। শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে নিশ্চিত হয় স্বস্তির জয়।
বাটলারের ভাষায়, “শেষ ৩০ মিনিট আমরা রাবিশ খেলেছি—একেবারেই বাজে। এটা সেই দল নয়, যা আমি গড়ে তুলেছি। তবে এখানে আমরা খেলোয়াড় উন্নয়নে মনোযোগ দিচ্ছি, শুধুমাত্র জয়ের মানসিকতায় খেলছি না। আমি সুযোগ দেওয়ার কথা বলেছিলাম, সেটা রেখেছি। শেষ পর্যন্ত মেয়েরা দৃঢ়তা দেখিয়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছি।”
চার দলের টুর্নামেন্টে সবাই সবার সঙ্গে দু’বার করে খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে বাংলাদেশ। নেপাল ও ভুটান ৩ পয়েন্ট করে নিয়ে দুই ও তিনে। আগামীকাল (১৬ জুলাই) বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, এরপর ১৭ জুলাই আবারও ভুটান। শেষ দুটি ম্যাচ ১৯ জুলাই শ্রীলঙ্কা ও ২১ জুলাই নেপালের বিপক্ষে।
সাত দিনের ব্যবধানে চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন কোচ বাটলার।
“১২ দিনে ৬টা ম্যাচ খেলতে হচ্ছে। কেউ কেউ ইনজুরি নিয়েই খেলছে। রিকভারি, খেলা, পুল সেশন, স্ট্রেচিং, খাওয়া, ঘুম—এমন এক চক্রে আমরা পড়ে গেছি। এই পদ্ধতির সঙ্গে একমত নই। এটা উন্নতির জন্য মোটেই সহায়ক নয়। ১২ দিনে ৬টা ম্যাচ একেবারেই অপ্রয়োজনীয়। তবে কোনো অজুহাত দিচ্ছি না, এটা সবার জন্যই সমান।”