নন-উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ক্যাচের বিশ্বরেকর্ড জো রুটের

লর্ডসে চলমান ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ভারতীয় ইনিংসের ২১তম ওভারে বেন স্টোকসের বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দেন করুন নায়ার। বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ সেই ক্যাচটি লুফে নিয়ে রুট গড়েন অনন্য এক বিশ্বরেকর্ড—টেস্ট ইতিহাসে নন-উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচের মালিক এখন তিনি।
রুটের এই ক্যাচটি ছিল টেস্টে তার ২১১তম। এর আগে সাবেক ভারতীয় ব্যাটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি—উভয়ের ক্যাচ সংখ্যা ছিল ২১০। এবার দ্রাবিড়কে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন ইংলিশ তারকা।
এই তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছেন মাহেলা জয়াবর্ধনে (২০৫), স্টিভ স্মিথ (২০০) ও জ্যাক ক্যালিস (২০০)। রুট ২১১টি ক্যাচ ধরেছেন মাত্র ১৫৬ টেস্টে, অর্থাৎ প্রতি ইনিংসে গড়ে ০.৭১২ ক্যাচ। দ্রাবিড়ের ক্যাচসংখ্যা ২১০ হলেও তিনি খেলেছিলেন ১৬৪ টেস্ট। গড়ের দিক থেকে রুটের ওপরেও রয়েছেন আরও কয়েকজন ফিল্ডার।
বল হাতে এমন রেকর্ড গড়া রুট ব্যাট হাতেও দারুণ ফর্মে আছেন। এদিন লর্ডসে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেঞ্চুরি করেন তিনি। এর মধ্য দিয়ে তিনি লর্ডসে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হলেন। এছাড়া টেস্ট ইতিহাসে ১১ হাজারের বেশি রান করা এই ব্যাটার এখন পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক এবং যৌথভাবে (স্টিভ স্মিথের সঙ্গে) ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১১টি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন।
চলমান লর্ডস টেস্টে সমানতালে লড়ছে ভারত ও ইংল্যান্ড। সিরিজে ১-১ সমতা নিয়ে মাঠে নামে দুই দল। আগে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩৮৭ রান। তাদের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন জো রুট। এছাড়া ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, ওলি পোপ ও বেন স্টোকস ৪৪ রান করে অবদান রাখেন। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ একাই শিকার করেন ৫ উইকেট।
জবাবে ভারতের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। শুভমান গিল আউট হন মাত্র ১৬ রানে। যশস্বী জয়সওয়াল ১৩ ও করুন নায়ার ৪০ রানে ফিরে যান। দিন শেষে অপরাজিত আছেন লোকেশ রাহুল (৫৩) ও ঋষভ পান্ত (১৯)। এখনো ইংল্যান্ডের চেয়ে ২৪২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
এই ম্যাচ দিয়েই চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। প্রথম ইনিংসে তিনি পেয়েছেন একটি উইকেট। একটি করে উইকেট শিকার করেছেন ক্রিস ওকস ও বেন স্টোকসও।