বাংলাদেশ দলে পেস অলরাউন্ডারের জায়গায় আলো ফেলছেন সাকিব, ফিরেছেন সাইফউদ্দিনও

বাংলাদেশ ক্রিকেট দলে দীর্ঘদিন ধরেই একজন কার্যকর পেস বোলিং অলরাউন্ডারের অভাব ছিল স্পষ্ট। সেই ঘাটতি কিছুটা পূরণ করছেন তরুণ তানজিম হাসান সাকিব। বল হাতে নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখছেন এই ডানহাতি পেসার।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। শেষদিকে এমন কার্যকর ইনিংসের জন্য তিনি এখন সীমিত ওভারের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসীন।
ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, প্রত্যাশা ব্যাটে-বলে অবদানের
আগামী টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দলে ফিরেছেন আরেক পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডারের কাছ থেকেও ব্যাটে-বলে অবদান রাখার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের অধিনায়ক লিটন দাস সিরিজ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে বলেন, "আমার মনে হয়, বাংলাদেশ অনেকদিন ধরেই একজন অলরাউন্ডার মিস করছিল। আমরা চেষ্টা করছি তানজিম সাকিবকে সেই ভূমিকায় প্রস্তুত করতে। সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।"
তিনি আরও বলেন, "সাইফউদ্দিনও একই ধরনের খেলোয়াড়। যেহেতু টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিং দুটোই লাগে, তাই আমরা চেষ্টা করেছি তাকে সুযোগ দেওয়ার। দেখি, সে কী করতে পারে।"
সমালোচনার মধ্যে লিটনের আত্মবিশ্লেষণ
অন্যদিকে, নিজের ফর্ম নিয়ে আলোচনার মুখে থাকা লিটন ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর বাকি দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন। বিষয়টি নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন এই ডানহাতি ব্যাটার।
"এখানে ছন্দ বিষয়টা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটা সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করব মাঠে কাজে লাগাতে," বলেন লিটন।
প্রসঙ্গত, বাংলাদেশের আগামী টি-টোয়েন্টি সিরিজে পেস অলরাউন্ডারদের কার্যকারিতা কতটা দৃশ্যমান হয়, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে সাইফউদ্দিন ও সাকিবের ভূমিকা।