রোহিত-কোহলিহীন যুগে শুভমন ঝলক: এজবাস্টনে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ের পর টেস্ট ক্রিকেটে এক নতুন যুগে পা রেখেছে ভারত। তাদের নেতৃত্বহীন প্রথম সিরিজেই সামনে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। তবে টেস্টের ইতিহাসে এই পরিবর্তনের অধ্যায়ে নিজেকে চমৎকারভাবে প্রতিষ্ঠিত করলেন শুভমন গিল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে ভারত। এই জয় শুধু সিরিজে সমতা ফেরায়নি, গড়েছে একাধিক নজিরও।
অধিনায়ক হিসেবে অভিষেকটা শুভমন গিলের জন্য সুখকর ছিল না। হেডিংলিতে প্রথম টেস্টে পাত্তাই পায়নি ভারত। তবে দ্বিতীয় টেস্টে দৃঢ় প্রত্যাবর্তনে সামনে থেকে নেতৃত্ব দেন গিল। প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন তিনি।
এছাড়া মাত্র ২৫ বছর ৩০১ দিন বয়সে বিদেশের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও গড়েছেন শুভমন গিল। এর আগে ভারতের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক হিসেবে বিদেশে টেস্ট জয়ের কৃতিত্ব ছিল সুনীল গাভাস্কারের, ১৯৭৬ সালে অকল্যান্ডে। তিনি ছিলেন ২৬ বছর ২০২ দিনের।
দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকা জাসপ্রীত বুমরাহর জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন ২৮ বছর বয়সী পেসার আকাশ দীপ। সুযোগ পেয়েই বাজিমাত। প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দেন এই পেসার। দুই ইনিংসে মোট ১৮৭ রান দিয়ে ১০ উইকেট—ইংল্যান্ডে এক টেস্টে ভারতীয় বোলারের সেরা বোলিং পারফরম্যান্স এটি। আগের রেকর্ডটি ছিল ১৯৮৬ সালে চেতন শর্মার, যিনি এই মাঠেই ১৮৮ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট।
এজবাস্টনে এটি ভারতের প্রথম জয়, স্বাগতিকদের বিপক্ষে নবম দেখায়। রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের এটি সবচেয়ে বড় জয়—৩৩৬ রানে। শুধু তাই নয়, দেশের বাইরে এটাই ভারতের সবচেয়ে বড় রানে জয়। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছিল তারা।
এশিয়ার কোনো দলের পক্ষ থেকেও এটি ইংল্যান্ডে সবচেয়ে বড় জয়—এক অনন্য কীর্তি।
এক টেস্টে ১০০০ রানের নজির
ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০০০ রানের মাইলফলক ছুঁল ভারত। প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান করে মোট সংগ্রহ দাঁড়ায় ১০১৪ রানে।
বিশ্বে সর্বাধিক টেস্ট জয় ভেন্যুতে ভারত শীর্ষে
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি ভেন্যুতে টেস্ট জয়ের রেকর্ডে শীর্ষে উঠেছে ভারত। ১৯৩২ সাল থেকে এ পর্যন্ত ৮৫টি মাঠে টেস্ট খেলেছে ভারত, যার মধ্যে ৬০টি মাঠে অন্তত একটি করে জয় রয়েছে তাদের। এর মধ্যে ২৩টি মাঠ ভারতে, সবচেয়ে বেশি জয় চেন্নাইয়ে (১৬)। বিদেশে সবচেয়ে বেশি জয় মেলবোর্নে (৪)। এরপর লর্ডসে রয়েছে তিনটি জয়।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (৫৭ মাঠে জয়) এবং তৃতীয় স্থানে ইংল্যান্ড (৫৫ মাঠে জয়)।